৯১১ হলো যুক্ত রাষ্ট্রের একটি হেল্পলাইন নম্বর। এই নম্বরে ডায়াল করলে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ইমার্জেন্সি সার্ভিস চলে আসবে ।আপনি এই নম্বরে ডায়াল করে আপনি যে ইমার্জেন্সি সার্ভিস কে আসতে বলবেন সেই সার্ভিস টি চলে আসবে ।যেমন আপনি যদি বলেন ফায়ার সার্ভিস কে আসতে তাহলে ফায়ার সার্ভিস আসবে ।আসলে এই নম্বরটি শুরু হয় আমেরিকার একটি ভয়াবহ বিমান হামলা থেকে এটি সেপ্টেম্বর মাসের ১১ তারিখে হয়ে ছিলো। এইটা সিলো নবম মাসের ১১ তারিখ। তাই এটি ৯১১।এই ইনভেস্টিগেশন ছিলো আমেরিকার সব চেয়ে বড় ইনভেস্টিগেশন । এইটা কোনো বিমান দিয়ে বোমা ফেলে হামলা হয়নি। হয়েছে সরাসরি বিমান বিল্ডিং এ ক্র্যাশ করিয়ে । পরপর ৪ টি বিমান হামলা হয়। এদের মধ্যে ৩ টি বিমান সফল ভাবে ক্র্যাশ করতে পারে । কিন্তু চতুর্থ বিমান টি বিল্ডিং এ ক্র্যাশ করাবার আগেই ধ্বংস হয়ে যায় । আর এই বিমান হামলার মধ্যে দিয়ে তৈরি হয় ৯১১।