Skip to main content

Posts

Showing posts from 2017

History Of 911

৯১১ হলো যুক্ত রাষ্ট্রের একটি হেল্পলাইন নম্বর। এই নম্বরে ডায়াল করলে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ইমার্জেন্সি সার্ভিস চলে আসবে ।আপনি এই নম্বরে ডায়াল করে আপনি যে ইমার্জেন্সি সার্ভিস কে আসতে বলবেন সেই সার্ভিস টি চলে আসবে ।যেমন আপনি যদি বলেন ফায়ার সার্ভিস কে আসতে  তাহলে ফায়ার সার্ভিস আসবে ।আসলে এই নম্বরটি শুরু হয় আমেরিকার একটি ভয়াবহ বিমান হামলা থেকে এটি সেপ্টেম্বর মাসের ১১ তারিখে হয়ে  ছিলো। এইটা সিলো নবম মাসের ১১ তারিখ। তাই এটি ৯১১।এই ইনভেস্টিগেশন ছিলো আমেরিকার সব চেয়ে বড় ইনভেস্টিগেশন । এইটা কোনো বিমান দিয়ে বোমা ফেলে হামলা হয়নি। হয়েছে সরাসরি বিমান বিল্ডিং এ ক্র্যাশ করিয়ে । পরপর ৪ টি বিমান হামলা হয়। এদের মধ্যে ৩ টি বিমান সফল ভাবে ক্র্যাশ করতে পারে । কিন্তু চতুর্থ  বিমান টি বিল্ডিং এ ক্র্যাশ করাবার আগেই ধ্বংস হয়ে যায় । আর এই বিমান হামলার মধ্যে দিয়ে তৈরি হয় ৯১১।

Raees (রইস)

রইস শব্দটার বাংলা অর্থ 'অভিজাত'। অভিজাতরা সাধারণত অপরাধ করে, আর তাদের অপরাধ কখনোই অপরাধ বলে গণ্য হয় না। আর হিন্দি বা বাংলা সিনেমায় তো অভিজাতেরা ভুল (?) বুঝতে পেরে ক্ষমা চাইলেই চলে। তার ওপর সেই 'রইস' যদি হয় সিনেমার নায়ক, তবে তো কথাই নেই। তারা নিজেরাই আত্মসমর্পণ করে, এক দৃশ্য পরেই দেখা যায় নায়ক জেল থেকে বেরিয়ে আসছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে নায়িকাসহ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন। একজন কমেডিয়ানও থাকবে। নায়ক-নায়িকা মিলবে, সবাই হাসিহাসি মুখ করে দাঁড়াবে, আর সঙ্গে সঙ্গে 'হ্যাপি এন্ডিং' হয়ে যাবে। অন্য রকমও হয়। যেমন শ্যুট আউট অ্যাট ওয়াডেলা, আন্স আপোন আ টাইম ইন মুম্বাই বা গ্যাংস অব ওয়াসেপুর। ভারতীয় উপমহাদেশে এমন সিনেমা নিশ্চয়ই আরো কতক আছে। তাৎক্ষণিকভাবে এই ক'টাই মনে পড়লো। এমনি আরেকটা সিনেমাই 'রইস'। গ্যাংস অব ওয়াসেপুর-এর মতো উচ্চতারে বাঁধা নয় সিনেমাটি, কিন্তু শেষের সমীকরণ মানুষের মনে এক ধরনের অাশাবাদ জন্ম দেয়। তবে নায়ককে 'রবিনহুড' বা 'দস্যু বনহুর' ধরনের ইতিবাচক ইমেজ দেয়ার চেষ্টা লক্ষণীয়। দস্যু বনহুরের মতোই রইসও অবৈধ প...

Video Editors

1. AVS Video Editor AVS Video Editor can be the first choice of yours when you are looking for an easy to use, professional-quality-rich & quick video editor for your Windows computers. AVS Video Editor, developed by Online Media Technologies, offers a number of notable features such as a huge amount of effects, support for Blu-ray videos, multilingual support, ability to share videos directly through platforms like Facebook, Flick and MySpace and useful features such as stabilization. Considering these, VPS Video Editor is one of the best video editing software for Windows. Supported Platforms: Windows Supported Input Formats: AVI, MP4, MKV, FLV, AMV, 3GP, MPG, DAT, VCD etc. Supported Output Formats: AVI, MP4, WMV, SWF, FLV, MPG etc. Price: All software from AVS is available as a bundle for $59, but you have an unlimited trial version. Key Features: HD Support, Non-destructive Editing, Single Video Track, Dual Audio track. 2. Adobe Premier Pro Adobe Premier Pro is an immensely...