জাতীয় পত্রিকার কার্টুনিস্ট পদে চাকরি পাবার জন্য গত এক বছর ধরে চেষ্টা করছি। বাড়িতে বসে নানান রকম কার্টুন প্র্যাকটিস করেছি, অ্যানিমে এঁকেছি, কিন্তু ইন্টারভিউ দেয়ার সাহস পাইনি। এবার ভাবলাম দেরি না করে একটা ইন্টারভিউ দিয়েই ফেলি। সন্ধ্যায় একটা অ্যানিমে সিরিজ দেখছিলাম। ভাবলাম এনিমের মূল ক্যারেক্টার সাতোরু ফুজিনুমাকে আঁকবো। আঁকতে শুরু করেছি এর মধ্যেই বিদ্যুৎ চলে গেল। আজকাল বিদ্যুৎ আর বৃষ্টি কখন আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। টর্চ জ্বালিয়ে কাজ চালাতে হলো। কালকে সকাল এগারোটায় দৈনিক বাংলাদেশ পত্রিকার মঙ্গলবারের ম্যাগাজিনের জন্য কার্টুনিস্টদের ডেকেছে। সেটাতেই ইন্টারভিউ দেবো ভেবেছি। এমনিতে আমার চেহারা ভেজা কাকের মতো। তাই সকাল সকাল উঠে পরিচ্ছন্ন হয়ে সুন্দর জামাকাপড় পরে নিলাম। সোয়া দশটায় বেরিয়ে একটা রিকশা নিয়ে রওনা হলাম পত্রিকার হেডকোয়াটারের দিকে। পনের মিনিটেই পৌঁছে গেলাম। রিকশা ভাড়া দিয়ে চলে গেলাম দোতলায়। দেখি প্রায় এক কুড়ি লোক সারি দেয়া চেয়ারে বসে আছে। বুঝে গেলাম, তারা আমার প্রতিদ্বন্দ্বী হবে। আমার পালা আসতে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল। পিওনগোছের একটা লোক আমার নাম ধরে ডাকলো। ভারী দরজা খু...