Skip to main content

5 Interesting Facts About PlayerUnknown's Battlegrounds


1. The Player Unknown, Brendan Greene

Brendan Greene known as Player Unknown likes to be anonymous on occasion. Rumour has it he took his default nickname in ARMA 2 was Player 1, so he changed it to player unknown to create a character on the server. He liked the sound of it, so Greene used his nickname in the video game brand and his company.

2. Battlegrounds Broke the All-Time Record

PUBG set the unbelievable record of reaching 1,342,857 of total concurrent players. History was made in September 2017, overtaking Dota 2, an esports game produced by Valve, which is extraordinary.
Given the number of players, PUBG is also a game that takes its rules very seriously, and thus banning players who are suspected of breaking them. Having that said, there’s always room for mistakes, especially when dealing with such large numbers of players.

3.“Winner Winner Chicken Dinner”

Every time you play any computer game, motivational phrases appear that encourage you to play better with the aim of winning. While playing PUBG, many players have asked what the winning phrase ‘Winner Winner Chicken Dinner’ means? Well, it’s a common phrase used by gamblers at casinos most especially in Las Vegas. A chicken dinner used to cost less than $2 so when a player won a bet; it would mean that is was a meal they could afford.
However, some historians say that it dates back to the Great Depression, an era where a lot of people had no money. You could be lucky to win a PUBG bet or even a game, ‘Winner Winner Chicken Dinner’, you can afford your evening meal, after all, you are a champion.

4.The Number Of PUBG Players

227 million monthly players and 84 million daily active users. You know this is really huge.

5.A vertual bandana for PUBG is sold for over 1000$

PUBG is so popular that gamers have bought  a virtual bandana nearly worth 1000 $ that came with the original pre order version of the game . Earlier only few people pre ordered and now this bandana has became a rare item which does not drop in any of the crates and is available only with the Original pre order PUBG bundle.


 


Comments

Popular posts from this blog

জারুল (Lagerstroemia Speciosa)

জারুল (Lagerstroemia Speciosa) Photo by: Wrishat Hasan English Name   : giant crepe-myrtle, Queen's crepe-myrtle, banabá plant Bengali Name   : জারুল, বনজারুল, কাঁটাজারুল, বসুঁয়া জারুল, পানিজারুল Scientific Name: Lagerstroemia speciosa Kingdom           :Plantae Family              : Lythraceae  Genus               :Lagerstromia Distribution     :South East Asia,Philippines,India,Bangladesh Defination in Bangla জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ । বাংলাদেশ , ভারত ছাড়াও চীন , মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে জারুলের সন্ধান মেলে । নিম্নাঞ্চলের জলাভূমিতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে, তবে শুকনো এলাকাতেও এদের মানিয়ে নিতে সমস্যা হয় না। মাঝারি আকৃতির এই বৃক্ষটি শাখা-প্রশাখাময়। এর লম্বাটে পাতাগুলো পত্রদণ্ডের বিপরীতে সাজানো থাকে। এই পাতাঝরা বৃক্ষ শীতকালে পত্রশূণ্য অবস্থায় থাকে। বসন্তে নতুন গাঢ় সবুজ পাতা গজায়। গ্রীষ্মে...

২১শে ফেব্রুয়ারির ইতিহাস

 ২১শে  ফেব্রুয়ারির ইতিহাস ভাষা আন্দোলন (বাংলা: ভাষা আন্দোলন ভাষা আন্দোলন) পূর্ব পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশ) একটি রাজনৈতিক আন্দোলন ছিল, যা সরকারি বিষয়গুলিতে তার ব্যবহার অনুমোদন করার জন্য পাকিস্তানের পররাষ্ট্রনীতির একটি সরকারী ভাষা হিসেবে বাঙালি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়। , শিক্ষার মাধ্যম হিসাবে তার ব্যবহার অব্যাহত, মিডিয়া, মুদ্রা এবং স্ট্যাম্পে এর ব্যবহার, এবং বাংলা লিপিতে তার লেখা বজায় রাখতে। ১৯৪৭ সালে ভারতের বিভাজন দ্বারা পাকিস্তান শাসন গঠিত হলে, এটি মূলত বাঙ্গালী জনগোষ্ঠীর সাথে ভৌগোলিকভাবে অস্থিতিশীল পূর্ববাংলা প্রদেশ (যেটি পূর্ব পাকিস্তান হিসাবে ১৯৫৬ সালে পুনঃনামকরণ করা হয়) সহ বিভিন্ন জাতিগত ও ভাষাগত গোষ্ঠীগুলির দ্বারা গঠিত। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার কর্তৃক উর্দুকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে অভিহিত করা হয়, যা পূর্ববাংলার বাঙালিভাষী সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে দেয়। নতুন আইনের সাথে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা এবং গণ অসন্তোষের মুখোমুখি হওয়া, সরকার জনসভায় সভায় সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য রাজনৈ...

Raees (রইস)

রইস শব্দটার বাংলা অর্থ 'অভিজাত'। অভিজাতরা সাধারণত অপরাধ করে, আর তাদের অপরাধ কখনোই অপরাধ বলে গণ্য হয় না। আর হিন্দি বা বাংলা সিনেমায় তো অভিজাতেরা ভুল (?) বুঝতে পেরে ক্ষমা চাইলেই চলে। তার ওপর সেই 'রইস' যদি হয় সিনেমার নায়ক, তবে তো কথাই নেই। তারা নিজেরাই আত্মসমর্পণ করে, এক দৃশ্য পরেই দেখা যায় নায়ক জেল থেকে বেরিয়ে আসছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে নায়িকাসহ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন। একজন কমেডিয়ানও থাকবে। নায়ক-নায়িকা মিলবে, সবাই হাসিহাসি মুখ করে দাঁড়াবে, আর সঙ্গে সঙ্গে 'হ্যাপি এন্ডিং' হয়ে যাবে। অন্য রকমও হয়। যেমন শ্যুট আউট অ্যাট ওয়াডেলা, আন্স আপোন আ টাইম ইন মুম্বাই বা গ্যাংস অব ওয়াসেপুর। ভারতীয় উপমহাদেশে এমন সিনেমা নিশ্চয়ই আরো কতক আছে। তাৎক্ষণিকভাবে এই ক'টাই মনে পড়লো। এমনি আরেকটা সিনেমাই 'রইস'। গ্যাংস অব ওয়াসেপুর-এর মতো উচ্চতারে বাঁধা নয় সিনেমাটি, কিন্তু শেষের সমীকরণ মানুষের মনে এক ধরনের অাশাবাদ জন্ম দেয়। তবে নায়ককে 'রবিনহুড' বা 'দস্যু বনহুর' ধরনের ইতিবাচক ইমেজ দেয়ার চেষ্টা লক্ষণীয়। দস্যু বনহুরের মতোই রইসও অবৈধ প...